দাউদকান্দিতে ছুরি দেখিয়ে ট্রাভেলারের সর্বস্ব লুট: আতঙ্কিত শিক্ষার্থী
পায়ে হেঁটে দীর্ঘ যাত্রার পথে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা
স্থানীয়রা পাশে দাঁড়ালেও অপরাধী পালিয়ে যায়
শাহাদাত হোসেন তালুকদার: দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় শনিবার সন্ধ্যা ৬টার দিকে এক শিক্ষার্থী ট্রাভেলারের উপর ছুরি দেখিয়ে তার সর্বস্ব লুট হওয়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী রিহাব ওইদিন রাতে দাউদকান্দি মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানার অফিসার-ইন-চার্জ (ওসি) জুনায়েত চৌধুরী ঘটনাস্থলে পুলিশ পাঠান এবং বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেন।
ভুক্তভোগী রিহাব একজন শিক্ষার্থী, যার বাড়ি নওগাঁ এলাকায়। তিনি ১৫ দিন আগে পায়ে হেঁটে তেতুলিয়া থেকে টেকনাফ যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। দাউদকান্দি এলাকার টোলপ্লাজায় পৌঁছালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তাকে ছুরি দেখিয়ে ভয় দেখিয়ে তার সমস্ত মূল্যবান জিনিস লুটে নেয়।
স্থানীয় গণমাধ্যম কর্মী তৌফিক রুবেল, সমাজকর্মী আবু সাঈদ ও লোকমান হোসেন ভুক্তভোগীকে সহায়তা করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার তথ্য প্রকাশ করেন।
দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, “এক ট্রাভেলারের ছিনতাইয়ের ঘটনায় আমি অভিযোগ পেয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং অপরাধী শনাক্তের চেষ্টা চালাচ্ছি।”
ঘটনার পর রিহাব নিজস্ব ফেসবুক ওয়ালে আবেগঘন একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন:
“ডে ১৭: আজকে ৪৯ কিলোমিটার ট্র্যাকের রাস্তা ছিল ঢাকা-দাউদকান্দি পর্যন্ত। (কেউ প্রমাণ চাইলে হয়তো দিতে পারব না, প্রমাণ সন্ধ্যা ৬টার পর্যন্ত ছিল। ৬টার পরে আর নেই।)
আজকে আমার যা ছিল সবকিছু হারিয়ে ফেলেছি। এখন আছে বলতে একটাই জিনিস, এটি হলো অনেক অনেক অনেক মনোবল, যেটি আমি ১৫ তারিখ থেকে সঙ্গে নিয়েছিলাম।
আমি জাস্ট এটা শেষ করতে চাই। যতো যাই হোক, আমি এই যাত্রা শেষ করব। আমার কাছে এখন আর হারানোর কিছু নেই। লস্ট এভরিথিং, এভরিথিং।”
উল্লেখ্য, ঘটনাটি দাউদকান্দি এলাকায় নিরাপত্তা এবং পথচারীদের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ বিষয়টি নজরদারিতে রেখেছে এবং অপরাধী ধরা পড়ার চেষ্টা চলছে।
বিআলো/তুরাগ



