দাউদকান্দিতে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) সংসদীয় আসনে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দাউদকান্দি উপজেলার গৌরীপুরে অবস্থিত বন্ধন কমিউনিটি সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। তিনি কুমিল্লা-১ আসনের বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে সাংগঠনিক ও পরিকল্পিতভাবে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করে ভোট প্রার্থনা করতে হবে এবং নির্বাচনের দিন নেতা-কর্মী ও প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োজিত পোলিং এজেন্টদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে সচেতন থাকতে হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনাও দেন তিনি।
কর্মশালাটি আয়োজন করে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল। এতে দাউদকান্দি ও আশপাশের বিভিন্ন ইউনিটের ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
বিআলো/তুরাগ



