দাউদকান্দিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
শাহাদাত হোসেন তালুকদার: “সাম্য ও ক্ষমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার দাউদকান্দি উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ এবং স্থানীয় সমবায়ীবৃন্দের উদ্যোগে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, রেলি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার আলোচনা সভায় বলেন, “সমবায় সমিতির মূল লক্ষ্য হলো একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গড়া। গ্রামে যারা অসচ্ছল রয়েছেন, তাদেরকে ঋণ দিয়ে সচ্ছল করা এবং সকলে মিলেমিশে একটি কাজ সম্পন্ন করাই হলো সমবায় সমিতির মূল উদ্দেশ্য।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি গোলাম মহিউদ্দিন তালুকদার, বিএনপি নেতা কামাল উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা বোরহান উদ্দিন ভূঁইয়া এবং যুবদল নেতা আবু মুসা। অনুষ্ঠান সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা সমবায় অফিসার আলমগীর হোসেন।
এছাড়াও দাউদকান্দির বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য কর্মকর্তারা নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সমবায় সমিতির উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
বিআলো/তুরাগ



