হানাদারমুক্ত দিবস উপলক্ষে দাউদকান্দিতে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
মো. শাহাদাত হোসেন তালুকদার, দাউদকান্দি: দাউদকান্দি হানাদারমুক্ত দিবস উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর লক্ষ্যেই ছিল এ আয়োজন।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ছাত্রছাত্রীসহ সকল শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, দাউদকান্দি হানাদারমুক্ত দিবস এ অঞ্চলের মানুষের কাছে গৌরবের দিন। এই দিনে পাক হানাদার বাহিনীকে ইতস্তত করে মুক্তিযোদ্ধারা দাউদকান্দিকে শত্রুমুক্ত এলাকা ঘোষণা করেন। বক্তারা স্বাধীনতার চেতনা ধারণ করে সাম্প্রদায়িকতা, দুর্নীতি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় বক্তারা আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানো জরুরি। তাহলেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তরুণরা দেশ গড়ায় আরও বেশি ভূমিকা রাখতে পারবে।
বিআলো/তুরাগ



