দায়িত্ব ছাড়ার পর কী করবেন, জানালেন ড. ইউনূস
বিআলো ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলে দায়িত্ব ছেড়ে দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর তাঁর ভূমিকা কী হবে, তা নিয়ে নানা জল্পনার মধ্যেই নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পরিষ্কার করেছেন তিনি।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে এক বৈঠকে নির্বাচন-পরবর্তী সময়ের ভাবনা তুলে ধরেন ড. ইউনূস। বৈঠকে আকিয়ে আবে তাঁর দায়িত্ব ছাড়ার পরের পরিকল্পনা জানতে চাইলে তিনি তিনটি নির্দিষ্ট ক্ষেত্রে কাজ চালিয়ে যাওয়ার কথা জানান।
প্রথমত, ডিজিটাল হেলথকেয়ার উন্নয়নে কাজ করবেন তিনি। বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের স্বাস্থ্যসেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা এবং প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল মাধ্যমে তাঁদের পরিবারের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য জানতে পারেন, সে ব্যবস্থার ওপর জোর দেবেন।
দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম অব্যাহত রাখবেন ড. ইউনূস। যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার যে উদ্যোগ তিনি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন, তা আগের মতোই চলবে বলে জানান।
তৃতীয়ত, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ- এই ‘থ্রি জিরো’ ধারণা বাস্তবায়নে তাঁর কাজ চলমান থাকবে।
বৈঠকে শিনজো আবের সঙ্গে ড. ইউনূসের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ও স্মৃতির কথাও উঠে আসে। পাশাপাশি জানানো হয়, আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি জাপান সফরে যাবেন এবং সেখানে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন। সফরে সমুদ্র গবেষণা খাতে বাংলাদেশ-জাপান সহযোগিতা নিয়েও আলোচনা হবে।
বিআলো/শিলি



