• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দিনাজপুরের কাহারোলে কান্তজিউ মন্দিরে শুরু হলো মাসব্যাপী রাস মেলা 

     dailybangla 
    06th Nov 2025 3:02 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে মাসব্যাপী রাস মেলা। বুধবার রাত ১২টা ১ মিনিটে পূজা অর্চনার মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সন্ধ্যার পর থেকেই সনাতন ধর্মাবলম্বীরা ঠাকুরের পূজা অর্চনা শুরু করেন।

    উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঢেপা নদীর পশ্চিম তীরে অবস্থিত এই মন্দির সম্পর্কে জনশ্রুতি রয়েছে, প্রায় ২৭৫ বছর আগে তৎকালীন রাজা কান্তজিউ মন্দিরে রাস মেলার সূচনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও মেলায় বিপুল সংখ্যক ভক্ত ও পর্যটক উপস্থিত হয়েছেন।

    এবারের মেলায় সার্কাস, জাদু খেলা প্রদর্শন এবং হরেক রকমের দোকান মন্দির চত্বর ও আশপাশে বসানো হয়েছে। কান্তজিউ মন্দিরের ঠাকুর পরিতোষ ব্রহ্মচারী জানান, রাধা-কৃষ্ণের বিগ্রহ দর্শন ও পাপ মোচনের আশায় হাজার হাজার ভক্ত ইতিমধ্যেই আগমন করেছেন। প্রতিদিন মন্দির প্রাঙ্গণে পূজা অর্চনার মাধ্যমে প্রসাদ বিতরণ করা হয়, যা অনেকেই পরিবারের সঙ্গে বাড়িতে নিয়ে গিয়ে খায়।

    কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মিম বলেন, মেলায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মো. রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের বিএনপির প্রার্থী মো. মনজুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈদুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডা. ডিসি রায়, কাহারোল থানার ওসি সোহেল রানা, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930