দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি
নিউজ ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হুমকিমূলক আচরণের ঘটনা ঘটেছে। শনিবার রাতে কয়েকজন ভারতীয় নাগরিক বাংলাদেশ ভবনের গেটে এসে চিৎকার-চেঁচামেচি ও উসকানিমূলক স্লোগান দেন।
দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ জানান, রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি এসে বাংলা ও হিন্দিতে ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’- এ ধরনের স্লোগান দেন।
তিনি বলেন, এ সময় কোনো শারীরিক হামলা বা ভাঙচুর হয়নি। তবে হুমকিমূলক বক্তব্য দেওয়া হয়। ঘটনার পর হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ডিফেন্স উইংয়ের সঙ্গে জরুরি বৈঠক করেন।
এদিকে নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামের খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ভিসা কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে নিরাপত্তা শঙ্কার কারণে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
বিআলো/শিলি



