দুই দিনেও ফিরে আসেননি ছাত্রদল নেতা
পটুয়াখালী দশমিনা উপজেলায় ব্যবসায়ীর ছেলে ইউনিয়ন ছাত্রদল নেতা মো. বায়েজিদ (২৫) বাড়ির পাশের দোকানে যাওয়ার কথা বলে বের হলেও দুই দিনেও ফিরে আসেননি।
উপজেলার সানকিপুর গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্ত্রী সৈয়দ মেহেবুবা খানম খুশবু দশমিনা থানায় রোববার রাতে জিডি করেছেন।
জিডি ও একাধিক সূত্রে জানা যায়, উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের সানকিপুর গ্রামের গরু ব্যবসায়ী আবুল কালাম প্যাদার ছেলে ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. বায়েজিদ শনিবার রাত সাড়ে ৯টায় রাতের খাবার শেষে বাড়ির পাশে দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে যান।
বায়েজিদের স্ত্রী খুশবু জানান, রাতে ফোন বন্ধ পাই। পরের দিন আত্মীয়স্বজনদের বাসাবাড়িতে খোঁজ নিয়ে না পেয়ে রোববার রাতে থানায় জিডি করি।
তিনি আরও জানান, এ ঘটনার আগে তার স্বামীকে ফোনে অজ্ঞাত কেউ হুমকি দিয়েছে বলে তাকে জানালেও কারো নাম বলেনি।
বায়েজিদের বাবা কালাম প্যাদা জানান, বুধবার তিনি গরু নিয়ে ঢাকার গাবতলী বাজারে গিয়েছেন। বর্তমানে সেখানে অবস্থান করেছেন। তিনি জানতে পেরেছেন নিখোঁজ হওয়ার আগের দিন পাশের বাড়ির ইসমাইল মৃধার ছেলে মো. রাকিবের সঙ্গে তার ছেলের ঝগড়াঝাটি হয়েছে।
রাকিব জানান, এলাকায় পুলিশ এসেছিল। আমি বলেছি- তাস খেলে এলাকার পরিবেশ নষ্ট করছে- কিছু লোকে চিৎকার দিয়ে বললে এতে বায়েজিদ ক্ষিপ্ত হয়। ওই দিন বিকালে বায়েজিদ আমার সঙ্গে ঝগড়া করেছে। এছাড়া কিছুই ঘটেনি।
দশমিনা থানার ওসি মো. জসীম জানান, বায়েজিদ নিখোঁজ হওয়ায় তার স্ত্রী রোববার রাতে থানায় জিডি করেছেন।