দুই নায়িকাকে নিয়ে ডার্ক থ্রিলারে ইরফান সাজ্জাদ
বিনোদন ডেস্ক: ডার্ক থ্রিলার ঘরানার নতুন একটি ওয়েব সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত না হলেও ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে এর শুটিং শুরু হয়েছে।
ছবিটিতে ইরফানের সঙ্গে অভিনয় করছেন বড়পর্দার পরিচিত দুই নায়িকা আশনা হাবিব ভাবনা ও প্রার্থনা ফারদীন দীঘি।
সিনেমাটি পরিচালনা করছেন সুমন ধর। পরিচালক জানান, গল্প ও চরিত্রের প্রয়োজন অনুযায়ী অভিনয়শিল্পী নির্বাচন করা হয়েছে। তিনি বলেন, গল্পটি নিয়ে তিনি বেশ আশাবাদী এবং প্রিয় কয়েকজন শিল্পীকে নিয়ে কাজটি করছেন। পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ করে সময়মতো মুক্তি দেওয়ার লক্ষ্য তার।
ইরফান সাজ্জাদ বলেন, ডার্ক থ্রিলার ধাঁচের গল্প তার বরাবরই পছন্দ। এই ধরনের গল্পে অভিনয়ের সুযোগ পেলে তিনি কখনো না করেন না। তার চরিত্রটি বহুমাত্রিক, যা অভিনয়ের দিক থেকে তাকে চ্যালেঞ্জ করেছে। শুটিংয়ের অভিজ্ঞতাও তার কাছে বেশ উপভোগ্য ছিল বলে জানান তিনি।
সহশিল্পীদের প্রসঙ্গে ইরফান বলেন, ভাবনার সঙ্গে এর আগেও একাধিক কাজ করেছেন এবং তাকে একজন মনোযোগী ও সহযোগিতাপরায়ণ শিল্পী হিসেবে মনে হয়েছে। দীঘির সঙ্গে এটি তার প্রথম কাজ হলেও তাকেও সহশিল্পী হিসেবে দারুণ লেগেছে বলে জানান তিনি।
দীঘি বলেন, সুমন ধরের গল্পগুলো সবসময়ই আলাদা ধরনের হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এর আগেও তার পরিচালনায় ‘শেষ চিঠি’ ও ‘ফেরা’ নামের দুটি ওয়েব ফিল্মে কাজ করেছেন তিনি, ফলে নির্মাতার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
আশনা হাবিব ভাবনা জানান, এই সিনেমায় তিনি একেবারেই ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করছেন। গল্পটি তার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে এবং চরিত্রের বিস্তারিত খুব শিগগিরই প্রকাশিত পোস্টারে জানা যাবে। বর্তমানে তার অভিনীত ‘যাপিত জীবন’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
জানা গেছে, দুই নায়িকা ও এক নায়ককে কেন্দ্র করে নির্মিত এই ওয়েব সিনেমাটি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির পরিকল্পনা রয়েছে।
বিআলো/শিলি



