দুই শতাধিক রোজাদারকে ইফতার বিতরণ করলো জবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা
আবুবকর সম্পদ, জবি প্রতিনিধিঃ দুই শতাধিক রোজাদার মুসল্লি ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা।
গত সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটক সহ বিভিন্ন স্হানে তারা এই ইফতার বিতরণ কর্মসূচি পালন করেছে। তাদের এই কর্মসূচির শুভ উদ্ভোধন করেন জবির মার্কেটিং বিভাগের শিক্ষক ড.মাহমুদুল হাছান ফৌজি এবং মো: মাহাথী হাসান জুয়েল।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকাসহ নিকটবর্তী ইসলামপুর, পাটুয়াটুলি বাবুবাজার, সদরঘাট, রায় সাহেব বাজার, তাঁতি বাজার, লক্ষ্মীবাজার, নারিন্দা, ভিক্টোরিয়া পার্ক, বাংলাবাজার, শ্যামবাজার স্থানগুলোতে তাদের এই কর্মসূচি চলমান থাকে।
ইফতারে তারা তাদের সংগ্রহীত পঞ্চাশ হাজার টাকার কিছু অংশ দিয়ে রোজাদারদের মাঝে তেহেরি, খেজুর, পানি সরবরাহ করে এবং বাকি টাকা দিয়ে এতিমখানার ছাত্রদের একদিন ইফতার করানোর পরিকল্পনা গ্রহণ করে।
এ বিষয়ে জবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী পাবেল বলেন, “গত বছরের রমজান মাসে আমরা মার্কেটিং ১৬ তম ব্যাচ রোজাদারদের মধ্যে ইফতার বিতরণের উদ্যোগ গ্রহণ করেক ১৮০ জনের মধ্যে ইফতার বিতরণ করেছিলাম। তাই এবারও আমরা ১৬,১৭ ব্যাচ জবি ক্যাম্পাসের আশেপাশে ২০০ জন রোজাদার ও কিছু দুস্থ মানুষদের মধ্যে ইফতার বিতরণ করি এবং বাকি সংগ্রহীত বাকি টাকা দিয়ে এতিমখানায় ইফতার করানোর উদ্যোগ গ্রহণ করি।
বিআলো/তুরাগ