দুধের ন্যায্য মূল্য নির্ধারণে জাতীয় নীতি প্রণয়নের আহ্বান উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক: প্রাণিসম্পদ ও ডেইরি খাতের টেকসই উন্নয়নের জন্য দুধের ন্যায্য মূল্য নির্ধারণে একটি জাতীয় নীতি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, খামারিরা পরিশ্রম করে গরু পালন করলেও ন্যায্য দাম পাচ্ছেন না। অপরদিকে খাদ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, যা তাদের জন্য বড় চ্যালেঞ্জ।
আজ শনিবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আয়োজনে খামারি সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, সিরাজগঞ্জ বাংলাদেশের অন্যতম বৃহৎ দুধ উৎপাদনকারী জেলা। এ জেলার খামারিরা আন্তরিকভাবে কাজ করছেন। খামারিদের সুবিধার্থে চিলিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, খামারিদের উৎপাদন ব্যয় কমাতে ঘাসভিত্তিক খাদ্য ব্যবহারের পরামর্শ দেন এবং গরুর খুরা রোগ প্রতিরোধে চলমান ভ্যাকসিন কার্যক্রমের প্রসার ঘটানোর আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, পরিচালক বেগম শামসুন্নাহার আহমদ এবং এলডিডিপি প্রকল্প পরিচালক ডা. মো. জসিম উদ্দিন।
খামারিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. আব্দুল খালেক ফকির, মো. আব্দুল মতিন, জাকারিয়া জিহাদ ও ফারজানা মিমি। স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. কে. এম আনোয়ারুল হক।
সভা শেষে উপদেষ্টা পাবনার প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাঘাবাড়ি ঘাট দুগ্ধ কারখানাসহ বেশ কয়েকটি খামার ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র পরিদর্শন করেন।
বিআলো/এফএইচএস