দুধ দিয়ে আত্মশুদ্ধি, ৩ শতাধিক নেতাকর্মীর সঙ্গে জামায়াতে ইসলামীতে যোগদান
মো. তরিকুল ইসলাম মোস্তফা, (বাউফল) পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী-২ (বাউফল) আসনের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে এক ব্যতিক্রমধর্মী রাজনৈতিক পদক্ষেপ। বগা ইউনিয়নের মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জালাল দুধ দিয়ে গোসল করে আত্মশুদ্ধির প্রতীকী কর্মসূচি পালন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী-তে যোগদান করেছেন। তার সঙ্গে ছিলেন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী, যারা তার নেতৃত্বে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) রাত ৮টায় বগা ইউনিয়নে আয়োজিত এই যোগদান অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মো. জালাল জানান, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পরও ন্যায়বিচার, আদর্শ ও নৈতিকতার অভাব তাকে হতাশ করেছে।
তিনি বলেন, দুধ দিয়ে গোসলের মাধ্যমে তিনি নিজেকে আত্মশুদ্ধ করেছেন এবং পূর্বের রাজনৈতিক পরিচয় ত্যাগ করে নতুন রাজনৈতিক পথে হাঁটতে প্রস্তুত হয়েছেন। মো. জালাল আরও বলেন, “জামায়াতে ইসলামী একটি আদর্শনির্ভর দল, যেখানে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার চর্চা করা হয়। এই বিশ্বাস থেকেই আমি এবং আমার অনুসারীরা দলের সঙ্গে যোগদান করেছি।”
যোগদান অনুষ্ঠানে জামায়াতে ইসলামী বাউফল আসনের মনোনীত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ মো. জালালকে বরণ করে নেন। তিনি বলেন, ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে বাউফলের মানুষের পাশে থাকতে চান এবং দলের নেতৃত্ব স্থানীয়ভাবে শক্তিশালী করার পরিকল্পনা করছেন। অনুষ্ঠানে জামায়াতের অন্যান্য নেতারা জানান, মো. জালাল এবং তার অনুসারীদের যোগদান বাউফল এলাকায় দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবে এবং স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
মো. জালাল দীর্ঘদিন ধরে বগা ইউনিয়নের মৎস্যজীবী দলের নেতৃত্বে ছিলেন। তার এই দলবদল এবং দুধ দিয়ে আত্মশুদ্ধির প্রতীকী কর্মসূচি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, এই ধরনের ব্যতিক্রমধর্মী কর্মকাণ্ড স্থানীয় রাজনীতিতে নতুন উত্তেজনা যোগ করবে।
বিআলো/তুরাগ



