দুবাইয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের প্রেস ব্রিফিং
মোশাররফ হোসেন, সংযুক্ত আরব আমিরাত: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের আমিরাত সফরের আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমে সফরের বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯টায় স্থানীয় এক হোটেলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷ তিনি জানান আমিরাতের কিছু পোর্ট কোম্পানির বাংলাদেশে আমিরাতের পোর্ট কোম্পানি ইপিজেড করতে চায়৷
এসময় তিনি জানান প্রধান উপদেষ্টার আমিরাত সফরের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশের সঙ্গে আমিরাতের যে দূরত্ব সৃষ্টি হয়েছিল প্রফেসর ইউনূসের এই সফরের মাধ্যমে তা কমেছে৷
প্রবাসীদের কাছে থেকে সরাসরি সমস্যা শুনেছেন প্রধান উপদেষ্টা। তিনি এসব সমস্যা সমাধানের ব্যাপারেও উদ্যোগ নেবেন৷ এছাড়া ভিসা চালুর ব্যাপারে ড. ইউনুস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন৷ এ বিষয়ে রেজাল্ট হবে তখন জানতে পারবেন৷ ভিসা চালু হলে যেন কাজ জানা লোক পাঠানো এ ব্যাপারে প্রেস সচিবকে অবহিত করেন আমিরাত প্রবাসী সাংবাদিকরা৷ প্রয়োজনে দেশে প্রশিক্ষণ কেন্দ্র চালুর প্রস্তাব দেওয়া হয়৷
এসময় প্রবাসী সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের প্রেস উইং আরিফুর রহমান।
বিআলো/তুরাগ