দুর্নীতির অভিযোগে হবিগঞ্জে বিআরটিএ কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে এক ট্রাকচালকের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলামকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
সোমবার হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে দুদক আয়োজিত গণশুনানিতে তিনি এ নির্দেশ দেন।
গণশুনানিতে সদর উপজেলার হাতিরথান এলাকার ট্রাকচালক নোমান মিয়া অভিযোগ করেন, নির্ধারিত ফি পরিশোধ করেও ফিটনেস টোকেন নিতে গেলে আশরাফুল ইসলাম তার কাছে প্রকাশ্যে চার হাজার টাকা ঘুষ দাবি করেন এবং দিনভর হয়রানি করেন।
ঘটনার সত্যতা উপলব্ধি করে দুদক চেয়ারম্যান উপস্থিত বিআরটিএ কর্মকর্তাদের নির্দেশ দেন দ্রুততম সময়ে আশরাফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নিতে।
গণশুনানিতে বিশেষ অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং সচিব মোহাম্মদ খালেদ রহীম। সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
এর আগে জেলায় দুদকের ১০টি বুথে দুই সপ্তাহে প্রায় দুইশ অভিযোগ জমা পড়ে, যার বেশির ভাগই রেলওয়ে হাসপাতাল, নির্বাচন, রেজিস্ট্রি, বিআরটিএ ও পাসপোর্ট অফিসের বিরুদ্ধে। যাচাই শেষে ৮০টি অভিযোগের প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়।
বিআলো/শিলি



