• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    পূঁজামন্ডবে অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবেনা: ইউএনও নিগার সুলতানা 

     dailybangla 
    08th Oct 2024 11:07 pm  |  অনলাইন সংস্করণ

    মোঃ ফখরুল ইসলাম সাগর, দেবিদ্বার: মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোউৎসব। দেবিদ্বারে ৮২ টি মন্ডবে পূজা উদযাপনের প্রস্ততি চলছে। দেবিদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে সনাতন হিন্দু ধর্ম্মালম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গোউৎসব সুষ্ঠু, সুন্দর ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে আইন শৃংখলা নিরাপত্তা ও জোরদার রাখা সহ সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

    দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা বলেন, দুর্গোউৎসব উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রশাসন সর্বদা প্রস্তুত। যেকোন আইনি সহায়তা প্রয়োজনে তাৎক্ষনিক জানালে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। কেউ যদি কোন পূজামন্ডপে কোন অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করার চেষ্টা করে তাকে ছাড় দেওয়া হবেনা। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এসব মন্ডপে পুলিশ, আনসারের পাশাপাশি কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োজিত থাকবেন এবং প্রতিটি মন্ডপে সিসিটিভি স্থাপন করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।

    কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী মু. সাইফুল ইসলাম শহীদ জানান, হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব সফল ভাবে উদযাপনকে সামনে রেখে দেবিদ্বার উপজেলায় প্রতি ইউনিয়নে কমিটি গঠন, সম্পৃতি সমাবেশ ও অসচ্ছল হিন্দু পরিবারের মাঝে নতুন শাড়ি,কাপড়, লুঙ্গী ও থ্রী-পিস বিতরন করা হয়।যেন কোন কুচক্রী মহল ষড়যন্ত্রের মাধ্যমে হাজার বছরের আমাদের সম্পৃতি নষ্ট করতে না পারে। সেই লক্ষে প্রত্যেক পুজা মন্ডপের এলাকায় আমাদের ইউনিট গুলো সর্বদা তাদের পাশে থাকবে।

    এ দিকে দেবিদ্বার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান, আমরা সবাই বাংলাদেশী। এখানে কোন সংখ্যালঘু বলতে কিছু নেই। শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে সব সময় পাশে আছি।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30