দেবিদ্বারে দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মোঃ জামাল উদ্দিন দুলালঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলায় দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিদ্যালয়ের খোলা মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে অভিভাবক, শিক্ষক ও অতিথিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোঃ তাজুল ইসলাম সরকার এবং পুরো অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যক্ষ মোঃ মোবারক হোসেন। সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ, নির্বাহী পরিচালক ও উপাধ্যক্ষ মোঃ ময়নাল হোসেন মনির, নির্বাহী পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ জামাল উদ্দিন দুলাল, নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান, রাশিদুল মনির খান এবং শিক্ষক মোঃ জামাল হোসেন সরকারসহ আরও অনেকে।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি অতিমাত্রায় আকর্ষণ। ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেটে অযথা সময় ব্যয় করার ফলে তারা পড়াশোনায় মনোযোগ হারাচ্ছে—এই বিষয়ে অভিভাবকদের সচেতন করার আহ্বান জানান বক্তারা।
তারা আরও বলেন, সন্তানদের সার্বিক পড়াশোনা মনিটরিংয়ে অভিভাবকদের সরাসরি ভূমিকা রাখা প্রয়োজন। স্কুলে নিয়মিত উপস্থিতি, বাড়িতে পড়াশোনা করা এবং শিক্ষার অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের নিয়মিত বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়। শিক্ষার্থীরা পড়াশোনায় ফাঁকি দিচ্ছে কিনা, সেটি অভিভাবকদের ঘনিষ্ঠ নজরদারির মাধ্যমে নিশ্চিত করারও তাগিদ দেন বক্তারা।
বিআলো/তুরাগ



