দেবিদ্বারে সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ, সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২জুন) সকাল ১১টায় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সেমিনার হয়। এর আয়োজন করেছেন দেবিদ্বার উপজেলা সমাজ সেবা কার্যালয়।
দেবিদ্বার উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক এ, এস, এম, জোবায়েদ। এ সময় আরো বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুল ভুঁইয়া, ব্যাংক এশিয়ার কুমিল্লা জেলা ব্যবস্থাপক সাইফুল ইসলাম, দেবিদ্বার সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক জিন্নাত রেহানা, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাউসার হায়দার, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মুন্সি এবং ভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউপি সদস্যরা।
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি শতভাগ স্বচ্ছতার মাধ্যমে বাস্তবায়নের জন্য প্রয়োজন সন্মিলিত প্রচেষ্টা। এছাড়া সচেতনতা প্রয়োজন এসব কর্মসূচির সুবিধাভোগীদের। অনুষ্ঠিত সেমিনারে এ কথা বলেন বক্তরা।