দেশের ৫৩৮ থানার কার্যক্রম শুরু
dailybangla
10th Aug 2024 8:09 pm | অনলাইন সংস্করণ
বিআলো প্রতিবেদক: সারা দেশে ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৮৪টি এবং রেঞ্জের ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টিসহ সর্বমোট ৫৩৮টি থানার কার্যক্রম চালু হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স বলছে, শনিবার (১০ আগস্ট ২০২৪) বিকেল ৩ টা পর্যন্ত সারা দেশের সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে।
মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত সোমবার আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সকল থানার কার্যক্রম।
বিআলো/শিলি