দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার রাতের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরতে প্রস্তুত; এমন ইঙ্গিত দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ বক্তব্য দেন।
বৈঠকটি রাত সাড়ে আটটায় শুরু হয়ে শেষ হয় রাত ১১টায়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করেন তারেক রহমান। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের করণীয় এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত যেকোনো তথ্য দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন আনুষ্ঠানিকভাবে জানাবেন।
বৈঠকে উপস্থিত নেতারা মনে করেন, তারেক রহমানের দেশে ফেরা দলের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিআলো/শিলি



