দৈনিক যুগান্তরের ২৬তম বর্ষপূর্তিতে গৌরীপুরে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আব্দুর রউফ দুদু,গৌরীপুর (ময়মনসিংহ): দেশের শীর্ষ জাতীয় দৈনিক যুগান্তর-এর ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে স্বজন সমাবেশের উদ্যোগে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ। তিনি বলেন, “বিতর্কের ঊর্ধ্বে থেকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মেধার বিকাশ এবং সাহিত্য-সংস্কৃতির মাধ্যমে আলোকিত মানুষ গড়ার আন্দোলনে যে সংগঠনটি ভূয়সী প্রশংসা অর্জন করেছে, তা হলো স্বজন সমাবেশ। মাদক ও তামাকবিরোধী কার্যক্রমে এ সংগঠন শুধু জেলা বা উপজেলাতেই নয়, দেশব্যাপী সাড়া জাগিয়েছে।”
তিনি আরও বলেন, “দৈনিক যুগান্তরের জন্ম হয়েছে একজন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের হাত ধরে। তাঁর জীবন ও কর্ম সম্পর্কে নতুন প্রজন্ম জানলে চাকরির পেছনে না ছুটে শিল্প, শিল্পায়ন ও উদ্যোক্তা হওয়ার সাহস পাবে। নুরুল ইসলাম আলোর জগতের এক অনন্য প্রেরণার নাম।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লায়লা বেগম, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, প্রতিভা মডেল স্কুলের প্রতিষ্ঠাতা অমল চন্দ্র দাস, কেরামতিয়া আলিম মাদরাসার প্রভাষক মো. খায়রুল ইসলাম, উপজেলা স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা, মো. মজিবুর রহমান ও ওয়াহিদুল ইসলাম, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি ও প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, উদীচী শিল্পী সংসদ গৌরীপুরের সভাপতি ওবায়দুর রহমান, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির আহ্বায়ক তাসাদদুল করিম, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া, *প্রতিদিনের বাংলাদেশ*-এর গৌরীপুর প্রতিনিধি শামীম আনোয়ার, এসটি বাংলা টিভির প্রতিনিধি আব্দুর রউফ দুদু, প্রতিভা মডেল স্কুলের প্রধান শিক্ষক হোমায়রা শাহরিন তুলি, উপজেলা স্বজনের যুগ্ম সম্পাদক মাহমুদা আক্তার রিপাসহ অন্যান্যরা।
উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ জানান, আগামী ১ ফেব্রুয়ারি দৈনিক যুগান্তর ২৭তম বর্ষে পদার্পণ করবে। এ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব ও সেরা স্বজন সংবর্ধনাসহ মাসব্যাপী মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, শনিবার প্রেস ক্লাব মিলনায়তনে ষষ্ঠ শ্রেণি থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ চিত্রাংকন প্রতিযোগিতায় মোট ৪৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিআলো/ইমরান



