দোলযাত্রায় সম্প্রীতির দৃষ্টান্ত, প্রীতম সোহাগের মহতী উদ্যোগ
dailybangla
14th Mar 2025 9:30 pm | অনলাইন সংস্করণ
সুপ্রিয় সরকার রাজু,নেত্রকোণা: নেত্রকোণার সদর উপজেলার বড়ওয়ারী এলাকার হাত কুন্ডিলী গ্রামের শ্রী শ্রী কামাক্ষা মায়ের মন্দিরে দোলযাত্রা (হোলি) উৎসব অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। প্রতিবারের মতো এবারও ভোর থেকে শুরু হওয়া এই ধর্মীয় উৎসব চলে বিকেল ৫টা পর্যন্ত। আজ শুক্রবার ১৪ই মার্চ এই বিশেষ দিনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের মাঝে পানীয় ও খাবার উপহার বিতরণ করা হয়। এই মহতী উদ্যোগের আয়োজক ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠক প্রীতম সোহাগ।
উৎসবে অংশগ্রহণকারীরা রঙ খেলায় মেতে ওঠেন এবং আনন্দ-উল্লাসে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। আয়োজকরা দোলযাত্রার শুভক্ষণে সকলের জীবনে সুখ, শান্তি ও প্রীতি বজায় থাকার কামনা করেন।
উল্লেখ্য, দোলযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব, যা বসন্তের আগমনে রঙের উৎসব হিসেবে পালন করা হয়। এই উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণ সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।