দ্বিতীয় টেস্টের আগে গুরুতর অসুস্থ ওপেনার সাইফ হাসান
dailybangla
01st Dec 2021 5:52 pm | অনলাইন সংস্করণ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার ব্যাটসম্যান সাইফ হাসান পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
চট্টগ্রাম টেস্ট শেষ করে ঢাকায় ফেরার আগে টাইফয়েডে আক্রান্ত হয়েছেন সাইফ। শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার রাতে তার টাইফয়েড পরীক্ষা করা হয়েছিল। যার ফল এসেছে পজিটিভ।
সাইফ হাসানের সময়টা ভালো যাচ্ছে না। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে এই ওপেনার করেছেন মাত্র ১ রান। এরপর প্রথম টেস্ট ম্যাচেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। দুই ইনিংসে করেছেন ১৪ এবং ১৮ রান।
টাইফয়েডে আক্রান্ত হওয়ায় আগামী শনিবার পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে সাইফের অংশগ্রহণ অনিশ্চিতই বলা চলে।