দ্রুতই জকসু নির্বাচন নিয়ে আসছে ইতিবাচক সিদ্ধান্ত
আবুবকর সম্পদ, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের পরিপত্র আসতে পারে প্রশাসনের দায়িত্ব নেওয়ার ১০০তম দিনে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ এবং সার্বিক উন্নয়নের জন্য কাজ করে। জকসু শিক্ষার্থীদের জন্য একটি প্রতিনিধিত্বশীল মঞ্চ হিসেবে কাজ করে, যেখানে তারা তাদের মতামত ও সমস্যাগুলো তুলে ধরতে পারে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৫৪ সালে প্রথম জগন্নাথ কলেজ ছাত্র সংসদের (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ভিপি এ.আর. ইউসুফ এবং জিএস সালাউদ্দিন আহমেদ নির্বাচিত হন। পরে ১৯৬৯ সাল পর্যন্ত জগন্নাথ কলেজ ছাত্র সংসদের ১০টি কমিটি হয়। স্বাধীনতার পরে ১৯৭২, ১৯৭৯, ১৯৮৬ এবং ১৯৮৭ সালে আরও চারটি ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
এরপর ২০০৫ সালে জগন্নাথ কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার আগ পর্যন্ত ১৮ বছর ধরে কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি। আর জগন্নাথ কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার সময়ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫-এ ছাত্র সংসদের কোনো আইন অন্তর্ভুক্ত হয়নি। ফলে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ অধ্যাদেশ যুক্ত ও নির্বাচন আয়োজনের উদ্যোগ গ্রহণ করেনি প্রশাসন।
বিপ্লব পরবর্তী সময়ে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দ্রুত ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের দাবি করে আসছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, “জকসু গঠনের মাধ্যমে ক্যাম্পাস রাজনীতিতে সহিংসতা ও উগ্রতা অনেকাংশেই কমে আসবে। ছাত্রসংগঠনগুলো দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি থেকে সরে আসতে বাধ্য হবে। দলীয় কমান্ডের চেয়ে গুরুত্ব পাবে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা। সুষ্ঠু ও নিরপেক্ষ জকসু নির্বাচনের মাধ্যমে ছাত্র রাজনীতিকে দলীয় খোলস থেকে বের করা যাবে। জকসুর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা আশা-আকাঙ্ক্ষা ও নিজেদের দাবি-দাওয়া প্রকাশের একটি মুক্তমঞ্চ খুঁজে পাবে। আর গণতান্ত্রিকভাবে নির্বাচিত তরুণ নেতৃত্ব ক্রমান্বয়ে অর্জন করবে গোটা দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি শিক্ষার্থীদের আন্দোলনেরই ফসল। আমরা আশা রাখি, বর্তমান ভিসি শিক্ষার্থীদের চাওয়াকে পাওয়ায় পরিণত করার জন্য যা করার প্রয়োজন তা করবেন। আমরা অতি দ্রুত জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানাচ্ছি এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
দ্রুত ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের লক্ষ্যে শিক্ষার্থী সংশ্লিষ্ট সকল বিষয়াদি সমন্বয় করার জন্য জবি ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনকে আহ্বায়ক এবং প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হককে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করেছে জবি প্রশাসন।
কমিটির অন্য সদস্যরা হলেন:
ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. কে. এ. এম. রিফাত হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দীন আহমদ এবং ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।
জকসুর আপডেট সম্পর্কে কমিটির সদস্য সচিব প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ অধ্যাদেশ যুক্ত করার প্রক্রিয়া প্রায় শেষ। প্রশাসনের দায়িত্ব নেওয়ার ১০০তম দিনে জকসু নিয়ে বিস্তারিত প্রকাশ করা হবে।”
বিআলো/তুরাগ