ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
dailybangla
13th Dec 2024 11:03 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকায় এ বিক্ষোভ মিছিল করে দলটি।
মিছিলে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে।
বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘মুজিব তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দিয়ে ধানমন্ডি এলাকা প্রদক্ষিণ করেন।
বিআলো/শিলি