ধানের শীষের পক্ষে ভোট চাইতে সিরাজগঞ্জে গণসংযোগ রুমানা মাহমুদের
সিরাজগঞ্জে বাজার থেকে বাজারে গণসংযোগ, ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: বাজার থেকে বাজারে ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করলেন রুমানা মাহমুদ। নির্বাচনের আগে জনমত যাচাই ও স্থানীয় সমস্যাগুলো শোনার মাধ্যমে ধানের শীষের অবস্থান শক্তিশালী করার চেষ্টা চালালেন তিনি।
মঙ্গলবার বিকেলে স্থানীয় বাজার ও আশপাশের দোকানে গিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন রুমানা মাহমুদ। গণসংযোগকালে তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ দলের মূল অবস্থান তুলে ধরেন।
রুমানা মাহমুদ বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষের বিকল্প নেই।” এই সফরে ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন।
স্থানীয়রা জানিয়েছেন, এই সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে ধানের শীষের পক্ষে সমর্থন বৃদ্ধি করার লক্ষ্য সফলভাবে রূপায়িত হয়।
বিআলো/তুরাগ



