• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ধামরাইয়ের ট্রিপল হত্যার রহস্য উন্মোচন করেছেন পিবিআই, মূল হত্যাকারী গ্ৰেপ্তার 

     dailybangla 
    05th Jun 2025 4:37 pm  |  অনলাইন সংস্করণ

    চন্দনা রানী: ঢাকার ধামরাইয়ের ট্রিপল মাডার মামলার রহস্য উন্মোচন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

    বৃহস্পতিবার (৫ জুন) পিবিআই কার্যালয়ে হত্যার রহস্য উদঘাটন বিষয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা জেলা পিবিআই ।

    সংবাদ সম্মেলনে পিবিআই ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা বলেন, ধামরাই থানার মামলা নং- ৫, তাং-৪ জুন ২০২৫ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। বাদীর – মোঃ আঃ রশিদ (৪২), পিতা-আব্দুল বারেক, মাতা-খুরশিদা বেগম, সাং-মধুডাঙ্গা, ডাকঘর-সানোড়া, থানা-ধামরাই, জেলা-ঢাকা।

    ভিকটিম নার্গিস (৩৭), স্বামী-মৃত রাজা মিয়া, শামীম (১৬), সোলাইমান (৬) উভয় পিতা-মৃত রাজা মিয়া, সর্বসাং-রক্ষিত, থানা-ধামরাই, জেলা-ঢাকা।

    গত ১ জুন রাত ৯ টার পর হতে ২ জুন দুপুর ২ টার মধ্যে অজ্ঞাতনামা আসামীরা ডিসিষ্ট নার্গিস বেগমের বসত ঘরের টিনের বেড়ার দরজা খুলে সংগোপনে অনধিকার প্রবেশ করে পরিকল্পিতভাবে উল্লিখিত ভিকটিমদেরকে শ্বাস রোধ করে হত্যা করে লাশ খাঁটের উপরে শুইয়ে রেখে কাঁথা দিয়ে ঢেকে রাখে মর্মে বাদী ধামরাই থানায় এজাহার দাখিল করেন।

    মামলা গ্রহণের প্রক্রিয়াঃ অত্র মামলার ঘটনার বিষয়ে ধামরাই থানায় মামলা নং- ০৫, তাং-০৪/০৬/২০২৫ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলাটি পিবিআই শিডিউলভুক্ত হওয়ায় স্ব-উদ্যোগে গ্রহণ করা হয়। স্মারক নং-পিবিআই/মামলা/২০২৫/৪৬৯/সিআরও(পূর্ব), তারিখ-০৪/০৬/২০২৫ মূলে মামলার তদন্তভার পিবিআই ঢাকা জেলায় হস্তান্তরের আদেশ প্রদান করা হয়।

    পিবিআই কর্তৃক তদন্ত ৪- অত্র ঘটনা সংক্রান্তে গত ২ জুন পিবিআই ঢাকা জেলা ক্রাইমসিনে নিযুক্ত পুলিশ পরিদর্শক (নিঃ)  কবির আহাম্মেদ, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ জামাল উদ্দীন বিপিএম, এসআই (নিঃ)  মোঃ মঞ্জুর রহমান, এসআই (নিঃ) আঃ রহিম, এএসআই (নিঃ) অজিত কুমার সাহা, সঙ্গীয় কং/১৩৯৪ মোঃ আলিমুর রাজী, কং/১৮৪৯ রিজানুর রহমান রবিন এবং ড্রাইভার কং/ ১৬০৯ মনিরুজ্জামান ও ড্রাইভার কং/১৮০৯ মোঃ সাখাওয়াত হোসেন এর সমন্বিত চৌকস টিম উল্লিখিত ঘটনার প্রেক্ষিতে পুলিশ সুপার, পিবিআই, ঢাকা জেলা মহোদয়ের নির্দেশে ছায়া তদন্ত শুরু করেন।

    ছায়া তদন্তকালে উক্ত নির্মম হত্যাকান্ডের সাথে প্রত্যক্ষভাবে ডিসিষ্ট নার্গিসের মেয়ের স্বামী সন্দিগ্ধ আসামী রবিন জড়িত মর্মে প্রাপ্ত তথ্য উপাত্তে নিশ্চিত হয়ে তথ্য প্রযুক্তির ব্যবহারে সরেজমিনে প্রকাশ্যে ও গোপনে সোর্সের মাধ্যমে গত ৪ জুন ৬ টার সময় ধামরাই থানাধীন মধুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সন্দিগ্ধ আসামী রবিন (২২), পিতা-মোঃ রফিকুল ইসলাম, মাতা-রেহেনা বেগম, সাং-কাউলীপাড়া (কামার পাড়া), থানা-ধামরাই, জেলা-ঢাকাকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত সন্ধিগ্ধ আসামী রবিন (২২) বর্ণিত নৃসংশ হত্যাকান্ডের সাথে জড়িত আছে মর্মে গোপন তদন্তে জানা যায়।

    পারিবারিক বিরোধের জের ধরে সন্ধিগ্ধ আসামী রবিন (২২), তার শশুড় নার্গিস (৩৭), স্বামী-মৃত রাজা মিয়া এবং শ্যালকদ্বয় শামীম (১৬), সোলাইমান (৬) উভয় পিতা-মৃত রাজা মিয়া, সর্ব সাং-রক্ষিত, থানা-ধামরাই, জেলা-ঢাকাদেরকে গত ১ জুন দিবাগত রাত সাড়ে ১১ হতে ২ জুন ভোর ৪ টা পর্যন্ত টিনের বেড়ার দরজা খুলে আসামী রবিন (২২) প্রথমে তার বড় শ্যালক শামীমকে পাশের একটি খাঁটে শোয়া অবস্থায় দেখতে পেয়ে তার পাশে গিয়ে তার মুখের উপর বালিশ চাপা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে সন্ধিগ্ধ আসামী রবিন তার শাশুড়ি নার্গিস (৩৭), তার ছোট শ্যালক সোলাইমানদ্বয়কে অপর একটি খাটে শুয়ে থাকাবস্থায় দেখে একই কায়দায় শাশুড়ি নার্গিস এর মুখে বালিশ চাপা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে এবং ছোট শ্যালক সোলাইমানকেও মুখে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করার পর তিনজনের লাশ একই খাঁটে শুইয়ে রেখে কাঁথা দিয়ে ঢেকে ভোর অনুমান ৪ ঘটিকার সময় সন্ধিগ্ধ আসামী তার নিজ বাড়ীতে চলে আসে। তৎপরে ২ জুন সকাল হতে সন্ধিগ্ধ আসামী রবিন এর স্ত্রী নাসরিন তার মা ও ভাইয়ের ফোনে ফোন দিতে থাকলে তারা ফোন রিসিভ না করায় তার স্ত্রী তার মায়ের বাড়ী ধামরাই থানাধীন রক্ষিত গ্রামে দুপুর ২ টার দিকে স্বশরীরে গিয়ে উপস্থিত হয়ে দেখতে পান যে তার মা ও দুই ভাইকে মৃত অবস্থায় কাঁথা দিয়ে ঢাঁকা আছে। এ ঘটনায় সন্ধিগ্ধ আসামী রবিন (২২) কে জিজ্ঞাসাবাদ করলে নিজেকে জড়িয়ে হত্যাকান্ডের দায় স্বীকার করেছে।

    মূলত আসামী রবিনের শ্বশুর মৃত রাজা মিয়া গত এক বছর পূর্বে মৃত্যু রবণ করায় তার ডেকোরেশন এর ব্যবসা দেখাশুনা করাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে হত্যাকান্ডটি সংঘটিত হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031