• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নওগাঁয় তিন দিনব্যাপী ‘আর্ট ক্যাম্পিং’ শুরু 

     অনলাইন ডেক্স 
    25th Dec 2025 5:03 pm  |  অনলাইন সংস্করণ

    এ.বি.এস রতন, নওগাঁ: দৃশ্যকলার বহুত্ব ও সৃজনশীলতাকে ধারণ করে নওগাঁয় প্রথমবারের মতো ‘দৃশ্যকলা নওগাঁ’–র উদ্যোগে তিন দিনব্যাপী ‘নওগাঁ আর্ট ক্যাম্প ২০২৫’–এর ছবি আঁকা প্রতিযোগিতা শুরু হয়েছে।

    বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কে এর উদ্বোধন করেন নওগাঁর বর্ষীয়ান ও প্রখ্যাত চিত্রশিল্পী মোঃ রেজাউল হক

    তিন দিনব্যাপী এই আর্ট ক্যাম্পে নওগাঁসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত চিত্রশিল্পীরা অংশগ্রহণ করে সরাসরি শিল্পকর্ম সৃজনের মাধ্যমে দর্শনার্থীদের সামনে উন্মুক্ত করছেন দৃশ্যকলার নান্দনিক জগৎ। প্রথম দিনে প্রায় ৪০ জন বিভিন্ন বয়সী শিশু-কিশোর ছবি আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁর গুণী শিল্পী ও সংস্কৃতিজন, কেডিয়ানের সভাপতি আনিছুর রহমান, মোঃ বদরুজ্জামান, সাবেক অধ্যাপক শরিফুল ইসলাম খান, সামাজিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, জহির রায়হান চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক রহমান রায়হান। এছাড়াও রাজা ফকির, রবু শেঠ, আব্দুর সাত্তারসহ আরও অনেক শিল্পী ও সংস্কৃতিজন অংশগ্রহণ করেন।

    আয়োজনটির উদ্যোক্তা ও দৃশ্যকলা নওগাঁর সভাপতি, মিডিয়া ব্যক্তিত্ব রবিউল করিম বলেন,
    “ষড়ঋতুর এই বাংলার প্রকৃতি যেমন বহুরূপী ও বৈচিত্র্যে ভরপুর, তেমনি আমাদের সংস্কৃতির নানান উপাদানও সমানভাবে সমৃদ্ধ। সেই সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ও নান্দনিক অংশ হলো দৃশ্যকলা— যেখানে রঙ, রেখা ও কল্পনার মেলবন্ধনে প্রকাশ পায় মানুষের অনুভব, ইতিহাস ও জীবনদর্শন। এই আর্ট ক্যাম্প শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; এটি শিল্পচর্চা বিকাশের একটি চলমান প্রক্রিয়া।”

    দৃশ্যকলা নওগাঁর সাধারণ সম্পাদক তাহমিদুর রহমান মনন বলেন,
    “এই ধরনের শিল্পভিত্তিক আয়োজন নতুন প্রজন্মকে সৃজনশীলতার পথে উৎসাহিত করবে এবং বাংলার শিল্পচর্চাকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য— তরুণ ও যুব সমাজ যেন বাংলার নিজস্ব শিল্প, সংস্কৃতি ও দৃশ্যকলার ঐতিহ্য ধারণ করে সামনে এগিয়ে যেতে পারে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।”

    আয়োজকদের প্রত্যাশা, ‘নওগাঁ আর্ট ক্যাম্প ২০২৫’ নওগাঁর সাংস্কৃতিক অঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে এবং দৃশ্যকলার ধারাকে আরও সুদৃঢ় ও গতিশীল করে তুলবে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031