• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নওগাঁয় শহীদ সাংবাদিক ও মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া মাহফিল 

     dailybangla 
    31st Jul 2025 11:43 pm  |  অনলাইন সংস্করণ

    এ.বি.এস রতন, নওগাঁ প্রতিনিধি: জুলাই গণআন্দোলনে শহীদ সাংবাদিক এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে নওগাঁয় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে শহরের মুক্তি মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ সভা ও দোয়া মাহফিল হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন।

    জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন—নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সিনিয়র সাংবাদিক ফরিদুল করিম, শফিক ছোটন, ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বি ও আরমান হোসেন।

    এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আব্বাসী আলী, খোরশেদ আলম রাজু, সাংবাদিক ইয়াসিন আহম্মেদ, রশিদুল আলম, রুবেল হোসেন, মাহবুব হাসান মারুফ, আব্দুল মান্নান, সজিব হোসেন ও দেলোয়ার হোসেন প্রমুখ।

    বক্তারা বলেন, জুলাইয়ের গণআন্দোলনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পেশাগত দায়িত্ব পালনকালে সারাদেশে ছয়জন সাংবাদিক শহীদ হন। তাদের পরিবার এখনও নানা সংকটে জীবনযাপন করছে। এই পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। একই সঙ্গে পেশাগত কারণে যারা হত্যা ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

    আলোচনা শেষে শহীদ সাংবাদিক ও বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930