নওগাঁ পুনাকের উদ্যোগে নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
সুমন সরদার: নওগাঁ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে শুভ নববর্ষ-১৪৩২ ‘রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে’ উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনায় উদ্ভাসিত হওয়ার দিন পহেলা বৈশাখ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় নওগাঁয় বর্ণিল আয়োজনে উদযাপিত হলো বাঙালির জাতিসত্ত্বার অবিচ্ছেদ্য অংশ প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ।
নওগাঁ পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলায় কর্মরত পুলিশ সদস্যদের নিয়ে, পুনাক নওগাঁর উদ্যোগে ‘শুভ নববর্ষ-১৪৩২’ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার জেলা ও দায়রা জজ, কমান্ড্যান্ট ইন সার্ভিস ট্রেনিং সেন্টার এবং পিবাআইয়ের পুলিশ সুপার।
নওগাঁ জেলার পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী উম্মে সালমা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
পুলিশের পেশাগত কর্মব্যস্ততার ক্লান্তি দূর করে কর্মোদ্দীপনা এবং মনোবল বৃদ্ধির লক্ষ্যে আনন্দ আয়োজনের অংশ হিসেবে জাঁকজমকপূর্ণভাবে বাঙালির ঐতিহ্য পান্তা ইলিশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্তরের পুলিশ সদস্য এবং সিভিল প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি