• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নওগাঁ-৪: বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মান্দায় মানববন্ধন ও বিক্ষোভ 

     dailybangla 
    04th Nov 2025 8:53 pm  |  অনলাইন সংস্করণ

    তৃণমূল নেতাকর্মীদের অনশন, কেন্দ্রীয় মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব; এম এ মতীনের সমর্থকরা পুনর্বিবেচনার দাবি জানালেন

    এ.বি.এস রতন নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মঙ্গলবার (৪ নভেম্বর) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। তৃণমূল নেতাদের অভিযোগ, কেন্দ্রীয়ভাবে মনোনীত প্রার্থী তৃণমূলের পরিশ্রমী ও আদর্শবান নেতাদের অবহেলা করেছে।

    মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় (নওগাঁ-রাজশাহী মহাসড়ক)। এতে উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

    সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, বিষ্ণপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নূরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম, শরিফুল ইসলাম বেলালসহ আরও অনেকে।

    বক্তারা অভিযোগ করেন, নওগাঁ-৪ আসনের তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয়ভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তারা বলেন, “তৃণমূলের পরিশ্রমী, ত্যাগী ও নির্যাতিত নেতাদের বঞ্চিত করে অন্য কাউকে প্রার্থী করা হলে তা দলের জন্য আত্মঘাতী হবে।”

    নেতাকর্মীরা কেন্দ্রীয় বিএনপির কাছে দ্রুত মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলেন, বহুবার নির্যাতিত, সৎ, যোগ্য ও আদর্শবান নেতা এম এ মতীনকেই এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী করা হোক।

    এম এ মতীন বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক। দীর্ঘদিনের দলীয় কর্মকাণ্ড, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক ত্যাগের কারণে তিনি স্থানীয় পর্যায়ে ব্যাপক জনপ্রিয়। বিএনপির আন্দোলন-সংগ্রামে বহুবার গ্রেফতার ও নির্যাতনের শিকার এই নেতা দলের একনিষ্ঠ কর্মীদের কাছে আদর্শ হিসেবে বিবেচিত।

    গত সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নওগাঁ-৪ আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপুকে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দেন। ঘোষণার পরপরই উপজেলা জুড়ে দেখা দিয়েছে ভিন্ন প্রতিক্রিয়া—একপক্ষে এম এ মতীনের সমর্থক নেতাকর্মীদের পুনর্বিবেচনার দাবি, অন্যপক্ষে টিপুর মনোনয়নকে ঘিরে উচ্ছ্বাস।

    রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তৃণমূলের আপত্তি অব্যাহত থাকলে দলীয় ঐক্যে টান পড়তে পারে। এর আগে গত ২৩ অক্টোবর মান্দা উপজেলা বিএনপি এক সংবাদ সম্মেলনে ডা. টিপুর বিরুদ্ধে দলীয় আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে তার সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছিল।

    স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মান্দায় বিএনপি দীর্ঘদিন ধরে এম এ মতীনের নেতৃত্বে সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে। তাই মনোনয়ন পুনর্বিবেচনা না করলে তৃণমূলের মধ্যে ভাঙন দেখা দিতে পারে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930