নড়াইলে আরজেএফ’র নবগঠিত কমিটির পরিচিতি সভা ও মতবিনিময়
নড়াইল প্রতিনিধি : নড়াইলে উৎসবমুখর পরিবেশে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) জেলা কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে নড়াইল শহরতলীর ধোপাখোলা এলাকায় অবস্থিত ‘নড়াইল কফি হাউজে’ মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়। আরজেএফ-এর নড়াইল জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মো. সাজ্জাদ আলম খান সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরজেএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আরজেএফ’র মহাসচিব মো. সেকেন্দার আলম শেখ, নড়াইল প্রেস ক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, আরজেএফ’র সাংগঠনিক সম্পাদক আবুল বাশার। অন্যদের মধ্যে বক্তব্য দেন আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আল-ফয়সাল খান, নড়াইল প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মো. কামাল হোসেন, অ্যাড. রাকিব হাসান, মো. উজ্জ্বল খান, মো. সুলতান মোল্যা, মো. জিহাদুল ইসলাম, আরজেএফ’র জেলা সেক্রেটারি স্বপন কুমার দাস। বক্তারা বলেন, মফস্বলের সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাদারিত্বের মান উন্নয়নে আরজেএফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নড়াইল জেলা কমিটির এই নবযাত্রা জেলার তৃণমূল সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আলোচনা সভা শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নড়াইল জেলার বিভিন্ন উপজেলার গণমাধ্যমকর্মী এবং আরজেএফ’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/আমিনা



