নড়াইলে মানবিক উদ্যোগ: একদিনে ১৪শ’ রোগী পেলেন ফ্রি চিকিৎসা
সুলতান মাহমুদ, নড়াইল: নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ১ হাজার ৪০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. দীপ বিশ্বাস সুদীপ জানান, নড়াইলের মানুষকে সহজ ও মানবিক স্বাস্থ্যসেবা দেওয়ার অংশ হিসেবেই এই আয়োজন।
তিনি আরও বলেন, “প্রতিমাসে আমাদের মাধ্যমে প্রায় ৩০০ ডায়াবেটিস রোগী বিনামূল্যে ইনসুলিন এবং ৫০০-এর বেশি রোগী ওষুধ পেয়ে থাকেন।”
ক্যাম্পে রক্তচাপ, ডায়াবেটিস, রক্তের গ্রুপ নির্ণয়, চোখের রোগ, গাইনী, শিশু রোগ, অর্থোপেডিক ও হৃদরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যার পরামর্শ ও চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি অসহায় রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
বিআলো/শিলি



