• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নতুন কিছু আসছে: বাঁধন 

     dailybangla 
    28th Oct 2024 8:18 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: এখনকার সময়ের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গ্ল্যামারে পরিপূর্ণ এই অভিনেত্রীর অনবদ্য অভিনয় দেখিয়ে নজরে আসেন দর্শকের। এর আগে কান চলচ্চিত্র উৎসবেও কুড়িয়েছেন প্রশংসা। সম্প্রতি ছাত্র- জনতার আন্দোলন থেকে শুরু করে ভয়াল বন্যা পরিস্থিতিতেও সক্রিয় অবস্থানে থেকেছেন বাঁধন। দেশে সেবামূলক, নারী ও শিশুদের জন্য কল্যাণমুখী নানা কর্মকাণ্ডেও যুক্ত তিনি।

    কিন্তু শুরু থেকে বাঁধনের জীবন অতি সহজ ছিল না। একরকম চড়াই- উতরাই পার করেই আজকে এই অবস্থানে এসেছেন বাঁধন। বয়সও যে তার কাছে কোনো বাধা না, তাও স্পষ্ট। নাম বাঁধন হলেও, কোনো কিছুতেই কখনও বেঁধে রাখা যায়নি তাকে; ক্যারিয়ার নিয়ে অবিরাম ছুটে চলেছেন স্রোতস্বিনীর মতো করে।

    সোমবার জীবনের ৪১ বসন্ত পার করে ফেললেন এই অভিনেত্রী। এই বিশেষ দিনে নিজেকে নিয়ে, নিজের অতীত ও পরিশ্রমের কথা অনুরাগীদের মাঝে ভাগ করে নিলেন অভিনেত্রী।

    এক ফেসবুক পোস্ট আজমেরী হক বাঁধন লেখেন, ‘প্রিয় পৃথিবী, আজ আমার ৪১ তম জন্মবার্ষিকী। কতটা চমৎকার আমার এই পথচলা! যদিও এটি যে খুব যে মসৃণ ও শান্তির ছিল, এমন না। বেশিরভাগ ক্ষেত্রে এটি ছিল অনেক চড়াই-উৎরাইয়ের ওপর। এমনও সময় এসেছে, আমি জিতেছি, হেরেছি, কেঁদেছি; আবার হেসেছি, যুদ্ধ করেছি, প্রতিদান পেয়েছি। আর এ করতে করতে ৪০ টা বছর পার করে দিয়েছি; আমিই সেই বাঁধন।’

    বাঁধন আরও লেখেন, ‘জীবনের শুরু থেকেই এটি আমি বিশ্বাস করি যে, আমি নিজেকে নিয়ে গর্বিত। এবং আমি আমার জন্য সর্বদা নিবেদিত।’

    শেষে এক বাক্যে বিশেষ এক কথায় বাঁধন লেখেন, ‘যখন আমি চুপ থাকি, এর মানে নিশ্চয়ই নতুন কিছু আসছে। শুধু অপেক্ষা করুন।’

    উল্লেখ্য, লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন আজমেরী হক বাঁধন। অভিনয় ক্যারিয়ারে এখন পর্যন্ত বহু নাটক ও টেলিফিল্ম উপহার দিয়েছেন। পরবর্তীতে নাম লেখান চলচ্চিত্রে। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930