নতুন নোট নিচ্ছে না এটিএম মেশিন
নিজস্ব প্রতিবেদক: চলতি মাসেই বাজারে এসেছে দেশের নতুন মুদ্রিত টাকা। এসব নতুন নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে নান্দনিকভাবে তুলে ধরা হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। অনেকেই এই নোট সংগ্রহ করছেন শুধুই শখের বশে।
তবে শুধু আগ্রহ আর প্রশংসায় থেমে নেই আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, নতুন নোট ব্যবহার করতে গিয়ে অনেকে বিড়ম্বনায় পড়ছেন। কোথাও ভাংতি নিতে গিয়ে দোকানদার নতুন নোট নিতে অস্বীকৃতি জানিয়েছেন, আবার কোথাও এটিএম মেশিনে নোট ঢুকছে না বা শনাক্ত করতে পারছে না বলে অভিযোগ উঠেছে।
চলতি মাসে বাজারে আসা নতুন মুদ্রিত টাকাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে নোটগুলো ব্যবহার করতে গিয়ে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন।
একটি ভিডিওতে দেখা যায়, হাতে থাকা এক হাজার টাকার নতুন নোট নিয়ে এক ব্যক্তি জানাচ্ছেন, অনেক দোকানদার এই নতুন টাকা নিচ্ছেন না। তিনি শহরের বিভিন্ন দোকানে গিয়েও নতুন নোট বিশ্বাস করাতে পারেননি।
অন্য একটি ভিডিওতে দেখা গেছে, একজন এটিএম বুথে টাকা জমা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু মেশিনটি ওই নতুন নোট গ্রহণ করছে না। এ বিষয়ে যদিও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি, তবু ভিডিও দুটি সামাজিকভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
বিআলো/সবুজ