• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ‘নতুন বাবরি মসজিদ’ নির্মাণে বিশাল আয়োজন, বিশাল সমাবেশের প্রস্তুতি 

     dailybangla 
    06th Dec 2025 2:20 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: মুর্শিদাবাদের বেলডাঙায় নতুন করে ‘বাবরি মসজিদ’ নির্মাণের ভিত্তিপ্রস্তরকে কেন্দ্র করে আজ এলাকায় তৈরি হয়েছে উৎসব-উদ্দীপনা। বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে এই আয়োজনকে ঘিরে কয়েক লাখ মানুষের সমাগমের অনুমান করছে স্থানীয় প্রশাসন।

    আজ বেলা ১২টার অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বিভিন্ন রাজ্যের ধর্মীয় নেতাদের। বিশেষ কনভয়ে সৌদি আরব থেকে আসছেন দুজন আলেম।

    আয়োজকেরা জানিয়েছেন, প্রায় ২৫ বিঘা জুড়ে অনুষ্ঠানস্থলের চারপাশ সাজানো হয়েছে। নির্মাণ করা হয়েছে ১৫০ ফুট লম্বা ও ৮০ ফুট চওড়া বড় মঞ্চ, যেখানে বসবেন প্রায় ৪০০ অতিথি।

    এই বিশাল জনসমাগমকে কেন্দ্র করে সাতটি কেটারিং প্রতিষ্ঠান রান্না করছে প্রায় ৬০ হাজার প্যাকেট বিরিয়ানি ৪০ হাজার অতিথিদের জন্য, বাকি স্থানীয়দের জন্য।

    শুধু খাবারেই খরচ ৩০ লাখ রুপি ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে আয়োজকদের পক্ষ।

    এ আয়োজন ঘিরে প্রশাসনও বাড়তি তৎপরতা নিয়েছে। বেলডাঙা ও রানীনগর থানার আওতায় তিন হাজারের বেশি পুলিশ মোতায়েন থাকবে। জাতীয় মহাসড়কে যানজট ঠেকাতে বেশ কিছু ডাইভারশন তৈরি রাখা হয়েছে।

    হুমায়ুন কবিরের বিরুদ্ধে দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাঁকে সম্প্রতি তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর নতুন উদ্যোগটি দলটির ভেতরে অস্বস্তি তৈরি করেছে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031