• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    নতুন বিতর্কে শিল্পা 

     dailybangla 
    13th May 2024 5:32 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম ‘ফিট’ অভিনেত্রী শিল্পা শেঠির সময়টা ভালো যাচ্ছে না। একের পর এক ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন অভিনেত্রী। কয়েক দিন আগেই শিল্পা শেঠি ও তাঁর স্বামীর ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। আর্থিক প্রতারণা প্রতিরোধ আইন বা
    পিএমএলএ (প্রিভেনশন অফ মনিটরি লন্ডারিং অ্যাক্ট) ২০০২-এর অধীনে একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তাঁদের।

    এরইমধ্যে নতুন ঝামেলায় পড়লেন অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে উঠল পশু নিগ্রহের অভিযোগ। বয়স ৪০ পার করেছেন শিল্পা। অথচ তাকে দেখে তা বোঝার উপায় নেই! দুই সন্তানের মা শিল্পা এখনও তরুণ্য ধরে রেখেছেন।

    সংসার, স্বামী-সন্তান, সব কাজ সামলেও নিজের যত্ন নিতে ভোলেননি তিনি। শরীরচর্চার সঙ্গে কোনও আপস করতে নারাজ অভিনেত্রী, কিন্তু সেই শরীরচর্চা নিয়েই এবার খোঁটা শুনলেন শিল্পা।

    শুধু তাই নয়, অভিনেত্রীর বিরুদ্ধে পশু নিগ্রহের অভিযোগ এনেছেন নেটিজেনরা!সম্প্রতি মা, দুই ছেলে মেয়ে ও বোন শমিতা শেঠিকে নিয়ে বৈষ্ণোদেবীর দর্শনে যান শিল্পা। পরনে গোলাপি চুড়িদার মাথায় ‘জয় মাতা দি’ লেখা ওড়না। প্রায় ১৬ কিলোমিটার চড়াই রাস্তা পায়ে হেঁটে নয়, বরং ঘোড়ার পিঠে চেপেই মন্দিরে ওঠেন তিনি। তাতেই নেটিজেনদের কটাক্ষের স্বীকার হয়েছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে তুলোধুনো করা হচ্ছে তাকে।

    কেউ লিখেছেন, ‘এত ফিট হযে লাভটা কী হল যে, এক জন অবলা জন্তুর পিঠে চেপে উঠতে হচ্ছে?’ কেউ লিখেছেন, ‘এ তো সরাসরি পশু নিগ্রহের ঘটনা।’ কেউ আবার বলেছেন, ‘এত কিছু না করে হেলিকপ্টারে চেপেই যেতে পারতেন।

    অভিনেত্রীর এই কাণ্ডে হতবাক অনেকেই। যার ফলে বেশ বিদ্রুপের শিকারও হচ্ছেন শিল্পা। যদিও এই ধরনের সমালোচনায় এখনও পর্যন্ত কোনও জবাব আসেননি শিল্পার পক্ষ থেকে। এই মুহূর্তে ইডি’র ঝামেলায় নাজেহাল রয়েছেন অভিনেত্রী।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30