নতুন বিশ্ব রেকর্ডে কোহলি
dailybangla
28th Dec 2025 11:20 am | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলি আরও একটি বিশ্ব রেকর্ড নিজের করে নিয়েছেন। গুজরাটের বিপক্ষে আক্রমণাত্মক ইনিংস খেলে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ গড়ের ব্যাটারের রেকর্ড গড়েছেন তিনি।
৬১ বলে ৭৭ রান করার পাশাপাশি দুটি ক্যাচ নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন কোহলি। এই ইনিংসের মাধ্যমে ৫ হাজারের বেশি রান করা ব্যাটারদের মধ্যে তার গড় দাঁড়িয়েছে ৫৭.৮৭, যা দীর্ঘদিনের রেকর্ডধারী মাইকেল বেভানকে ছাড়িয়ে গেছে।
এর আগে দ্রুততম ১৬ হাজার রান করার কীর্তিও গড়েছেন কোহলি, যা তিনি ছুঁয়েছেন মাত্র ৩৩০ ইনিংসে।
বিআলো/শিলি



