• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নতুন রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ 

     dailybangla 
    15th Jul 2025 7:20 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নস্যাৎ করে পুনরায় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে-এমন আশঙ্কার প্রেক্ষিতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী কৃষিবিদদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    আজ বিকাল ৫টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, গত ১৭ বছরের দমন-পীড়ন ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জনগণের রক্ত ও ত্যাগের বিনিময়ে যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, তা আবারও ষড়যন্ত্রের মাধ্যমে বিপন্ন করার চেষ্টা চলছে।

    তারা অভিযোগ করেন, বিএনপিকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা আজ আর কল্পনা নয়, বাস্তবতা। বিশেষত লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আয়োজিত বৈঠকের পর থেকেই দেশি-বিদেশি অপশক্তির মদদে একটি কুচক্রী মহল সক্রিয় হয়ে উঠেছে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে জাতীয় স্বার্থে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়ার পর থেকে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার আরও বিস্তৃত হয়েছে।

    মিটফোর্ড হাসপাতালের সাম্প্রতিক বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা ও নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করার ষড়যন্ত্রকেও তারা ‘সিলেক্টিভ প্রতিবাদ’ ও গভীর ষড়যন্ত্রের অংশ বলে আখ্যায়িত করেন।

    সমাবেশে উপস্থিত ছিলেন, বাকসুর সাবেক ভিপি কৃষিবিদ শাহাদাত হোসেন চঞ্চল, কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব (যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী কৃষকদল), ডা. বয়জার রহমান, ডা. আব্দুল মান্নান, ডা. আতিকুর রহমান, ডা. মো. শাহাদত হোসেন শোভন, মকবুল হোসেন মুকুল, কৃষিবিদ আমানুল্লাহ, কৃষিবিদ সাইফুল্লাহ আজাদ, কৃষিবিদ আশরাফুল ইসলাম মিন্টু, কৃষিবিদ এমদাদুল হক দুলু, কৃষিবিদ সোহরাব হোসেন সুজন, কৃষিবিদ নবিন, কৃষিবিদ সাজ্জাদ, কৃষিবিদ মাসুম, কৃষিবিদ গুলজার আহমেদ, কৃষিবিদ মকবুল হোসেন, কৃষিবিদ নাহিদ, কৃষিবিদ সৈকত, কৃষিবিদ আকিব আবরার, কৃষিবিদ শাহজালাল, কৃষিবিদ রাজিব, কৃষিবিদ শওকত ওসমান শামীম এবং কৃষি সেক্টরের অন্যান্য বিশিষ্টজনরা।

    কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব এর তত্ত্বাবধানে কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা দেশব্যাপী ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

    বিআলো/এফএইচএস

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031