নতুন রূপে সাবিলা নূর
বিনোদন ডেস্ক: নাটকের জনপ্রিয় অভিনেত্রী সবিলা নূর এবার পরিচ্ছন্নতাকর্মী হয়ে পর্দায় হাজির হচ্ছেন। গত বছর তিনি ‘দূষিত এ শহরে’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেছেন। এতে একজন পরিচ্ছন্নতাকর্মী চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে। আহমেদ তাওকীরের রচনায় এটি পরিচালনা করেছেন অনন্য ইমন।
সম্প্রতি নাটকটির কিছু স্থিরচিত্র সামাজিক মাধ্যমে প্রকাশ পায়। যেখানে পাগল বেশে দেখা যায় সাবিলাকে।
এতে অভিনয় প্রসঙ্গে সাবিলা বলেন, একজন অভিনেত্রীর কাছে প্রতিটি চরিত্রই চ্যালেঞ্জের। এ চরিত্রটি ধারণ করা, বিশ্বাসযোগ্য করা একটু কঠিনই ছিল। গল্পের সঙ্গে তাল মিলিয়ে চেষ্টা করেছি শতভাগ ফুটিয়ে তুলতে। কতটা পেরেছি, দর্শকই তা ভালো বলতে পারবেন।
শহরে ক্রমে দূষণ বাড়ছে। আমাদের শহর কীভাবে আমরা দূষিত করছি, তা দেখানো হয়েছে নাটকে। একজন পরিচ্ছন্নতাকর্মীর ত্যাগ, তার জীবনযাপন-আমরা চোখে যা দেখি, সে দেখার উলটো পিঠ উঠে এসেছে।
নাটকে সাবিলার বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস। শিগগিরই এটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
বিআলো/শিলি