• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নতুন সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাজ শুরু 

     dailybangla 
    24th Sep 2025 5:12 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসভবন নির্ধারণের কাজ শুরু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এজন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যা নতুন প্রধানমন্ত্রীর আবাসনের জন্য শেরে বাংলা নগরে দু’টি স্থান বিবেচনা করছে।

    প্রাথমিকভাবে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকার বাসভবনকে উপযুক্ত মনে করা হচ্ছে। কমিটি সিদ্ধান্ত অনুযায়ী দু’টি ভবন একত্র করে অস্থায়ীভাবে প্রধানমন্ত্রীর বাসভবন করার প্রাথমিক পরিকল্পনা করছে। পাশাপাশি নিরাপত্তার জন্য কিছু ভবন নিরাপত্তা কর্মকর্তাদের কার্যালয় হিসেবেও ব্যবহার করা হবে।

    গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এ রূপান্তর করা হয়েছে। এ কারণে নতুন প্রধানমন্ত্রীর জন্য ভিন্ন স্থান নির্ধারণ জরুরি হয়ে পড়েছে।

    মন্ত্রীদের আবাসনের বিষয়ে পূর্বে যথেষ্ট ব্যবস্থা থাকলেও, নতুন সরকারের মন্ত্রী ও সমপর্যায়ের কর্মকর্তাদের জন্য আরও আধুনিক সুবিধাসম্পন্ন ভবন নির্মাণের সুপারিশ করেছে গণপূর্ত মন্ত্রণালয়ের কমিটি। মিন্টো রোড, বেইলি রোড, গুলশান ও ধানমন্ডি এলাকায় এটি বাস্তবায়ন করার প্রস্তাব এসেছে।

    আইন অনুযায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য সরকারি বাসভবন বা অন্য বাড়িতে বসবাসের ক্ষেত্রে সরকার ব্যয় বহন করবে। প্রধানমন্ত্রীর বাসভবনের বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোনসহ সকল ব্যয় সরকার বহন করবে।

    মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন কমিটি এবং সুপারিশ প্রক্রিয়া শেষে বাসভবনের কাজ বাস্তবায়ন করা হবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930