• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    নবজাগরণ গোল্ডেন চাঁদপুরের উদ্যোগে পথশিশু ও হত দরিদ্রদের মাঝে খাবার বিতরণ 

     dailybangla 
    31st Jan 2025 3:55 pm  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর: চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে পথশিশু ও হত দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করল নবজাগরণ গোল্ডেন চাঁদপুর নামের একটি সামাজিক সংগঠন।

    শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল দশটায় শহরের বড় ষ্টেশনে পথশিশুদের নিয়ে এ আয়োজন করে নবজাগরণ গোল্ডেন চাঁদপুর পরিবারের সদস্যরা।

    খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া। এ আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নবজাগরণ গোল্ডেন চাঁদপুর সংগঠনের কোষাধ্যক্ষ ইয়াসিন খান নয়ন।

    প্রায় দুই শতাধিক পথশিশুর মাঝে খাবার বিতরণ করা হয়। সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে কার্যক্রম পরিচালনায় এবং এর পাশাপাশি মানুষের কল্যাণের জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

    খাবার পেয়ে রাতুল নামের পথশিশু বলে, ‘অনেক দিন এই রহম ভালো খাওন খাই না। স্যার, আমরা প্যাটে খিদ্যা নিয়্যা রাস্তায় রাস্তায় ঘুরি। আইজ আপনেরা মোগো এক বেলার খাবার দিলেন, কী যে আনন্দ লাগতাচে স্যার, তা আপনাগো কইতে পারুম না। বির‌্যানি দিলেন, কত দিন যে হইল, এত সুন্দর খাবার মোগো ভাগ্যি জোটে না।’

    এসময় উপস্থিত ছিলেন, নবজাগরণ গোল্ডেন চাঁদপুর সংগঠনের উপদেষ্টা মোঃ কালাম, সাবেক সেনা কর্মকর্তা আজমল হোসেন মিরন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কাউছার হোসেন রায়হান, মোঃ রবিউল ইসলাম রুবেল, সংগঠনের সদস্য তানভীর হোসেন, সৈকত হোসেন আমিন, সজীব হোসেন শুভ, সদস্য সায়েম হোসেন।

    প্রসঙ্গত, ২০২৪ সালে চাঁদপুরের কিছু নিবেদিতপ্রাণ মানবিক যুব তরুণের উদ্যোগে গড়ে ওঠে ‘ নবজাগরণ গোল্ডেন চাঁদপুর’। যাত্রা শুরুর পর থেকে সমাজসেবা ও জনসেবামূলক নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সংগঠনটি।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    2425262728