• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নবজাতকের উন্নত চিকিৎসায় পাবনায় চালু হলো স্ক্যানু 

     dailybangla 
    13th Dec 2025 10:23 pm  |  অনলাইন সংস্করণ

    এস এম আলমগীর চাঁদ, পাবনা: নবজাতকের মৃত্যুহার কমাতে এবং জটিলতায় আক্রান্ত শিশুদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে পাবনা জেনারেল হাসপাতালে চালু করা হয়েছে ১০ শয্যার নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিট (স্ক্যানু)। এর মাধ্যমে সংকটাপন্ন নবজাতকদের জীবন রক্ষায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।

    শনিবার দুপুরে ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইউনিটটির উদ্বোধন করেন শিশু বিশেষজ্ঞ ডা. নীতিশ কুমার কুন্ড ও পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।

    উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান রিমন, শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. পরিমল কুমার পাল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা শাখার সভাপতি ডা. তসলিমুল আরেফিন রতন, পাবনা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও অর্থোপেডিক সার্জন ডা. মাসুদুর রহমান প্রিন্স, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম, গাইনি বিশেষজ্ঞ ডা. সারেবা সাবেরা সুলতানা আসমানী, শিশু বিশেষজ্ঞ ডা. জান্নাতুল ফেরদৌসসহ আরও অনেকে।

    সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান রিমন জানান, স্থানীয়ভাবে ড্যাবসহ চিকিৎসকদের সহযোগিতায় এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিটটি স্থাপন করা সম্ভব হয়েছে। এই ইউনিট চালুর ফলে গুরুতর অসুস্থ নবজাতকদের উন্নত চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    শিশু বিশেষজ্ঞ ডা. নীতিশ কুমার কুন্ড বলেন, একটি হাসপাতালের জন্য নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিট অত্যন্ত প্রয়োজনীয়। জন্মের পর জন্ডিসে আক্রান্ত হওয়া, নির্ধারিত সময়ের আগে জন্ম নেওয়া (প্রিম্যাচিউর), অপুষ্ট কিংবা কম ওজনের নবজাতকদের এই ইউনিটে বিশেষ চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা সম্ভব হবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031