• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    নবীনগরে দুই গ্রুপের ১৫ বছরের বিরোধের অবসান 

     dailybangla 
    22nd Sep 2024 10:36 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নবীনগরে দুই গ্রুপের ১৫ বছরের বিরোধ রিপন মুন্সির উদ্যাগে অবসান হয়েছে। এমন মানবতার উদাহরণ দেখালেন এলাকার রিপন মুন্সি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন কোনাউর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রহিম মহাজন ও ফোরকান মহাজন দুই গ্রুপের মধ্যে দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে দ্বন্দ্ব ছিল।

    অবশেষে সেই দুই পক্ষের দ্বন্দ্বের অবসান করলেন স্পাইডার গ্রুপের ববস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি রিপন মুন্সী। সম্প্রতি বিশিষ্ট শিল্পপতি রিপন মুন্সীর বাড়িতে সালিশি বৈঠকে এই দ্বন্দ্বের অবসান ঘটে। এসময় সালিশি বৈঠকে সভাপতিত্ব করেন কাইতলা উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, আহবায়ক ছিলেন বিশিষ্ট শিল্পপতি রিপন মুন্সী। বৈঠকে আরও উপস্থিত ছিলেন কাইতলা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল, সাধারণ সম্পাদক নজরুল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান, সাবেক চেয়ারম্যান সারোয়ার চৌধুরী প্রমুখ।

    স্থানীয় বাসিন্দারা বলেন, প্রায় ১৫ বছর ধরে চলা বিরোধ মিটাতে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। আজ একটি সুষ্ঠু সমাধান করে দেওয়া হয়েছে। আশা রাখি ভবিষ্যতে তারা আর দ্বন্দ্ব-সংঘাতে জড়াবেন না। এ বিষয়ে বিশিষ্ট শিল্পপতি রিপন মুন্সী বলেন, গ্রামবাসী শপথ করেছেন দ্বন্দ্বের অবসান ঘটিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন। বিবাদমান দুই পক্ষকে মিলিয়ে দেওয়া হয়েছে। আমরা সবাই শান্তি চাই। আশা করি তারা মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30