• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে বিআরটিএ’র চেক প্রদান 

     dailybangla 
    19th Aug 2025 5:15 pm  |  অনলাইন সংস্করণ

    নরসিংদী প্রতিনিধি:বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) কর্তৃক সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মধ্যে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার ১৯ আগস্ট সকালে নরসিংদী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নরসিংদী জেলা প্রশাসক মো: রাশেদ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিআরটিএ নরসিংদী সার্কেল কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে বিআরটিএ’র ট্রাস্টি বোর্ড কর্তৃক এর এসব চেক বিতরন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ নরসিংদী সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমীন, নরসিংদী সার্কেল মোটরযান পরিদর্শক মো: রাসেল আহমেদ ও মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো: মিনহাজ উদ্দীন আহমেদ প্রমুখ।

    উল্লেখ্য গত ২১/২/২৫ইং তারিখ দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার দুকুন্দী-মরজাল নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মো: তাপস মিয়া (৩৩) ও রনি মিয়া (৩০) নামে দুই ব্যক্তি নিহত হয়। এব্যাপারে নিহতদের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভাগে ক্ষতিপূরণ দাবী করে আবেদন করা হয়। পরে বিষয়টি তদন্তপূর্বক অনুসন্ধান কমিটি কর্তৃক একটি প্রতিবেদন দাখিল করা হয়। অত:পর সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের অনুক’লে প্রত্যেকের নামে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা অনুদান দেয়ার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ প্রেক্ষিতে নিহতদের পরিবারের মধ্যে মো: তাপস মিয়ার পক্ষে তার পিতা মো: হাবিবুর রহমান ও রনি মিয়ার পক্ষে তার পিতা জুমান মিয়ার নিকট ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। নিহত রনি মিয়া ও তাপস মিয়ার বাড়ি রায়পুরা উপজেলার শিবপুর গ্রামে। বিআরটিএ সূত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত হওয়ার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমানাদিসহ নির্ধারিত ফরমে নিহত কিংবা গুরুতর আহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে ট্রাস্টিবোর্ড আবেদনটি যাছাই-বাছাই পূর্বক অর্থ সহযোগিতা মঞ্জুর করা হয়।

    বিআলো/‌ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930