নরসিংদীর মনোহরদী থানার ওসি জুয়েল হোসেন জনগণের প্রশংসা কুড়াচ্ছেন
সীমা আক্তার: “আপনার প্রয়োজনে মনোহরদী থানা পুলিশ সদা প্রস্তুত”- এই সাহসী কথা লিখেছেন নরসিংদী জেলার মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল হোসেন, পাশাপাশি তিনি স্থানীয় জনগণকে যে কোনো প্রয়োজনে দিয়ে রেখেছেন তার মোবাইল নম্বরও। তিনি এই থানায় গত ১১ সেপ্টেম্বর যোগদান করেন। আর যোগদানের পর থেকেই নির্লোভ-নিঃঅহংকারি এই পুলিশ কর্মকর্তা এলাকাবাসীর সেবা করে যাচ্ছেন। আইনি যে কোনো প্রয়োজনে এলাকাবাসীর জন্য তার কার্যালয়ের দরজা খোলা রেখেছেন অবারিত। এ অল্প সময়ের মধ্যে সুনাম কুড়িয়েছেন একজন সৎ, পরোপকারী পুলিশ কর্মকর্তা হিসেবে। প্রশংসা পেয়েছেন সকল স্তরের মানুষের কাছে। তিনি যখনই কারো বিরুদ্ধে বেআইনি কোনো অভিযোগ পেয়েছেন সঙ্গে সঙ্গে ভুক্তভোগীর সহায়তায় দলমত নির্বিশেষে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন-‘প্রতিষ্ঠা করেছেন পুলিশ জনগণের বন্ধু’।
এমনই এক ভুক্তভোগী ফারুক আহমেদের বিধবা স্ত্রী কল্পনা বেগমের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা দিয়েছেন ওসি জুয়েল হোসেন। ওসি ভুক্তভোগী কল্পনা বেগমের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেছেন যে কোনো আইনি সহায়তার জন্য তার দরজা সবসময় খোলা থাকবে। বিধবা এই নারীর শ্বশুর ফজলুল হক একজন বীর মুক্তিযোদ্ধা। ওসি নিজে বিধবা নারীর পাশে দাঁড়ানোতে মনোহরদী থানার সকল স্তরের জনগণের প্রশংসা পাচ্ছেন।
ওসি জুয়েল হোসেন ২০১১ সালে পুলিশের চাকুরিতে যোগদান করেন। তিনি প্রধানত ঢাকা, খুলনা, গাজীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর এবং নরসিংদী জেলায় সফলতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় জন্মগ্রহণ করেন।
বিআলো/তুরাগ