নরসিংদীর শিবপুরে প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ
হলধর দাস, নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলায় একটি প্রাইভেটকারের সিলিন্ডারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা–সিলেট মহাসড়কের পাশে উপজেলার কারারদী এলাকায় স্টার সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বিস্ফোরণে প্রাইভেটকারটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। সিলিন্ডার বিস্ফোরণের পর গাড়ির চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল আনুমানিক ১১টার দিকে ঢাকা মেট্রো–গ ১৩৪৯৯৯ নম্বরের একটি প্রাইভেটকার স্টার সিএনজি পাম্পে গ্যাস নিতে আসে। গ্যাস নেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে গাড়িটির সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে গাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে পাম্পটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, স্টার সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় একটি প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার লিকেজ থেকেই এ বিস্ফোরণ ঘটতে পারে। চালক পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিআলো/ইমরান



