নলছিটিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের চেকপোস্ট
মো. রাশেদ খান মিঠু,নলছিটি (ঝালকাঠি): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝালকাঠির নলছিটি উপজেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে থানা পুলিশ। এর অংশ হিসেবে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে দপদপিয়া জিরো পয়েন্টে বরিশাল–পটুয়াখালী মহাসড়কে নলছিটি থানা পুলিশের একটি বড় দল এসআই করুন বিশ্বাসের নেতৃত্বে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয় এবং গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজ যাচাই করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিআলো/ইমরান



