নলছিটিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
অনলাইন ডেক্স
03rd Dec 2025 5:51 pm | অনলাইন সংস্করণ
মো. রাশেদ খান মিঠু,নলছিটি (ঝালকাঠি): ঝালকাঠির নলছিটিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীরা নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নলছিটি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে দ্বিতীয় দিন এটি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে মাতৃত্বকালীন সেবা, ভ্রাম্যমান ক্লিনিক এবং অন্যান্য পরিবার পরিকল্পনা সেবা ব্যাহত হয়েছে। অংশগ্রহণকারীরা জানান, “আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন করা হোক। তা না হলে কর্মবিরতি চলমান থাকবে।”
বিআলো/ইমরান



