নলছিটিতে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৪ কারবারি গ্রেফতার
মো. রাশেদ খান মিঠু,নলছিটি (ঝালকাঠি): ঝালকাঠির নলছিটি উপজেলায় সেনাবাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইয়াবা, গাঁজা, মাদক প্রস্তুত ও সেবনের সরঞ্জাম, দেশি-বিদেশি অস্ত্র, মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। নলছিটির অস্থায়ী আর্মি ক্যাম্পের একটি দল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বরিশাল–কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন— দপদপিয়া গ্রামের আমির আলী সিকদারের পুত্র রাকিব সিকদার, তিমিরকাঠি গ্রামের মোহাম্মদ আলী তালুকদারের পুত্র সোহাগ তালুকদার, জালাল হাওলাদারের পুত্র শিপন হোসেন এবং ভরতকাঠি গ্রামের মোতাহার আলী সিকদারের পুত্র বশির সিকদার।
অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ২৩ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম তামাক, ৩টি দেশি ও বিদেশি অস্ত্র, ৬টি মোবাইল ফোন, গাঁজা প্রস্তুত ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম, মাদক বিক্রির নগদ ১৩ হাজার ২৬৪ টাকা, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, ভুয়া সাংবাদিকতায় ব্যবহৃত ভিজিটিং কার্ড ও মাইক্রোফোন।
অভিযানে নেতৃত্বদানকারী ক্যাপ্টেন তানভীর ও ক্যাপ্টেন সাইয়ার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা মাদক সেবন ও ব্যবসা, ছিনতাই এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ সময় দুইজন মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
সেনাবাহিনী জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে গ্রেফতারকৃত চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতেই নলছিটি থানায় হস্তান্তর করা হয়। থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার তাদের আদালতে পাঠানো হবে।
বিআলো/ইমরান



