নাগরিক ঐক্যের সভাপতি হলেন মাহমুদুর রহমান
dailybangla
01st Dec 2021 5:24 pm | অনলাইন সংস্করণ
নাগরিক ঐক্যের সভাপতি মনোনীত হয়েছেন মাহমুদুর রহমান মান্না।যিনি এতদিন দলটির আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছিলেন।
বুধবার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় তাকে এই পদে মনোনীত করা হয়।
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য সাকিব আনোয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, অনুষ্ঠিত সভায় দলের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে সর্বসম্মতিক্রমে দলের সভাপতি মনোনীত করা হয়।
দলের সমন্বয়ক শহীদুল্লাহ্ কায়সারকে সাধারণ সম্পাদক এবং ডা. জাহেদ উর রহমানকে যুগ্ম সম্পাদক নির্বাচন করা হয়।
সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ৬ সদস্যের সভাপতিমণ্ডলী নির্বাচন করা হয়। সভাপতিমণ্ডলীর অন্যান্য সদস্যরা হলেন- মোমিনুল ইসলাম, জিন্নুর চৌধুরী দিপু, মোফাখখারুল ইসলাম নবাব এবং সৈয়দ আব্দুল মাবুদ।